আনোয়ারা খানম এর কবিতা "খুঁজি তাঁরে সারাবেলা "

খুঁজি তাঁরে সারাবেলা
আনোয়ারা খানম
লিখি লিখি করেও আর
লেখা হয় না,
কী কোরে লিখবো?
আমায় দিয়েতো কেউ আর
কিছু লেখায় না!
কে যেন আছেন একজন
অবস্থান যাঁর অসীমে,
খুঁজি তাঁরে সারা বেলা
সাধনায় বিজনে।
কখনও অরণ্য
কখনও লোকালয়ে।
চাইলেই দেন না ধরা
আমায় নিয়ে করেন খেলা
নিশিদিন সারাবেলা।
তাঁর ইচ্ছায় হাসি-কাঁদি
তাঁর ইচ্ছায় আনন্দে মাতি,
ভোরের আলো রাতের আঁধার
জীবন বেলার ধুঁ ধুঁ পাথার!
হৃদ গহীণে কোকিলের কুহুতান
কখনও হদয় চৌঁচির খানখান!
সবই তাঁর ইচ্ছায় মহিয়ান।।
(আনোয়ারা খানম , মিরপুর,ঢাকা, ০৮.১০.২১)