সিরাজগঞ্জে বই বৃক্ষর ২য় বর্ষপূর্তি পালিত

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৩ পূর্বাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি



শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ)ঃ  "বইয়ের সাথে চলুক জীবন গড়ুক সুন্দর চিন্তা ও মনন"   এই শ্লোগানকে সামনে রেখে বই বৃক্ষ এর ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের  ছাত্র -ছাত্রী  দের কে নিয়ে শিশু কর্নার শুভ উদ্ভোদন করা হয়। 

গতকিল (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম চত্বরে বই বৃক্ষ সিরাজগঞ্জ শাখা আয়োজনে  ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনাসভা  ও শিশু কর্নার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সায়ীদ আবুবকর সিদ্দিক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংবাদিক দিলীপ কুমার গৌড়, বই বৃক্ষের স্বেচ্ছাসেবী সদস্য মুহাম্মাদ বিন এমরান প্রমূখ। 
 
আলোচকবৃন্দরা বলেন, শিক্ষা জাতি মেরুদণ্ড লেখাপড়া করে জে জন  গাড়ি ঘোড়া চরে সে জন । মানুষের সভ্যতা বাড়ে যে যতো বই পরবে তার তত জ্ঞান হবে। বই কিনলে কেও দেউলিয়া  হয় না বরং জ্ঞান বৃদ্ধি হয়। আমরা সব সময় বই পরবো এবং বই পড়তে মানুষ কে উদ্ভদ্ব করতে হবে। তখনই  দেশ ও জাতির সুন্দর হবে। বই বৃক্ষ সিরাজগঞ্জ শাখা সকল সদস্য দের কে অভিনন্দন জানাই এবং এই ধরনের আয়োজন প্রতিবছর করার জন্য বই বৃক্ষকে আয়োজক দের প্রতি  অনুরোধ। রাষ্ট্রের ও সমাজের  সবুজ বাংলাদেশ গড়াতে হলে হৃদয় মধ্যে ঢুকতে হবে এবং এই বাংলাকে সাহিত্যে চর্চ্চার মাধ্যমে গড়তে হবে।