মনিরুজ্জামান প্রমউখ এর কবিতা "ভৃত্য পুরাণ "

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৬ পূর্বাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


ভৃত্য পুরাণ 
মনিরুজ্জামান প্রমউখ 


ইতিহাসে'র বুট-তলায় 
পিষে রাখা'র নিয়ম । 
আদি হতে, অন্ত- 
যন্ত্র-কালে'র নির্বংশ বর্ধান-বলা । 

মিথ্যে মরণ-কামড় এখন- 
বট-তলায় শুয়ে নিদ্রা-পক্ষ । 
নতুন শিল্প-বিপ্লবে'র প্রাক-কালে, 
সমবেত খলিফা । 

ভৃত্য' 
অভিধানে'র চিরো-তরে 
ভেনিস শব্দ-চোট । 
মানুষ এখন শুধু- মানুষ, 
আর- কিছু নয় । 
আমলে'র দৌরাত্ম্যে 
পঁচে যাওয়ায়- বিরাম । 
অধিকার' 
সোনায় মোড়ানো- উড়ান-তলা । 
 
বিধি'র পায়ে মাটি পোতা'র 
আতঙ্ক পোড়া- গবেষক । 
ভাষনে'র বাধ-ভাঙা জোয়ারে, 
মানুষে'র প্রেম, বহল্লা- 
তাবৎ প্রবর্তক ভিলা । 

সংগ্রাম সময়ে'র মারে- 
বীর তকমা পরিধানে, 
ছিলো- অক্ষম । 
ভাবানুবাদ- 
সোনালী সময় পার হয়ে, 
এখন- তামাটে পরিধান । 
মানুষে'র স্বরে মানুষ- 
পূর্ণ তালিকা-পৃষ্ঠে, 
কেবল- ভালোবাসা । 

আইনে'র আখলাকে, 
আমাদের অনুরণন-  
ফারাক কাটে, দুনিয়া ।। 

(মনিরুজ্জামান প্রমউখ । 
চাঁদপুর, বাংলাদেশ । 
পরিচালক- সাহিত্যে'র বাস্তু-ডাক-ঘর । 
উদ্যোক্তা- প্রমউখ' ব্যবসা ঘর । )