যুক্তরাস্ট্র প্রবাসি হামদান চৌধুরী- ফারহানা খালেদা খানের বিয়ে উপলক্ষে সেজেছে প্রেসক্লাব যশোর

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০২:০৭ পূর্বাহ্ন   |   লাইফস্টাইল



১৩ ই অক্টোবর  বুধবার যশোর প্রেসক্লাবের জীবণ সদস্য, সমিটগ্রুপ ও সামিট কমিউনিকেশন লিঃ - এর ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ ফরিদ খানের কন্যা যুক্তরাস্ট্র প্রবাসি খালেদা খানের সাথে সাবেক মন্ত্রী ও সাংসদ সাবের হোসেন চৌধুরীর ছেলে হামদান চৌধুরীরর শুভবিবাহ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যশোর প্রেসক্লাবে এদিন দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। একই সাথে প্রেসক্লাবকে সাজনো হয়েছে রঙিন সাজে। সোমবার সন্ধ্যা থেকে নানা রঙের লাইটিং শোভাপাচ্ছে প্রেসক্লাব ভবণ ও আঙ্গিনা।
ক্লাব কর্তৃপক্ষ এর আয়োজক। মুহাম্মাদ ফরিদ খানের পক্ষ থেকে  সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান  নবদম্পতির দোয়া কামনায়  ক্লাবের সকল সদস্যকে ভোজসভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছন।