জলাশয়ের অলংকার বড়নখা ফুল

রেদোয়ান হোসেন :
বড়নখা একটি জলজ আগাছা জাতীয় উদ্ভিদ। গ্রাম বাংলার উন্মুক্ত জলাধার,ধান ক্ষেত কিংবা বিলের পাড়ে বড়নখা জন্মাতে দেখা যায়। প্রভাতের সোনা আলো গায়ে মেখে বেগুনী আভার ফুলগুলো ফুটে ওঠে আবার দুপুরের পরে ধীরে ধীরে বুজে যায়। পুরোনো ফুলগুলো শুকিয়ে গেলে সেগুলো নতুন কুঁড়ি বা ফুলের ওপরের দিকে পাকানো নখের মতো শক্ত ভাবে লেগে থাকে বলে হয়ত এর নামকরণ করা হয়েছে বড়নখা। আজকাল অনেক প্রকৃতিপ্রেমীরা এর চোখ জুড়ানো রূপ লাবণ্যের জন্য অতিথি যতেœ ফুলবাগানে লালন করে।
অনেকের কাছে ছোটপানা নামে পরিচিত এ ফুল মূলত বায়বীয় কা-ের জলজ বীরুৎ শ্রেণীর উদ্ভিদ। আকারে ৫০ সেমি থেকে ১৫০ সেমি পর্যন্ত বড় হয়। পাতা সবুজ বর্ণের পুরু,চকচকে এবং ডিম¦াকার। কান্ড বায়ুকোঠরযুক্ত লম্বা। এটি বর্ষজীবী। এটির পাতা সব্জী হিসাবে খাওয়া যায়।
এটির ঔষধি গুনাগুণ রয়েছে, শিকড় পেটের সমস্যা ও যকৃতের সমস্যায় ব্যবহার করা হয়। চুলকানি ও দাঁতের ব্যথায় শিকড়ের রস এবং হাঁপানি রোগে কা-ের ছাল বেশ ফলদায়ক।