পরিসংখ্যান ব্যুরোতে বিশাল নিয়োগ

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২২, ০৪:২১ অপরাহ্ন   |   চাকরির খবর



বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


 
পদের ধরন বা ক্যাটাগরি: ২১টি
মোট পদের সংখ্যা: ৭১২টি 

কোন পদে কত জন 
সিনিয়র নকশাবিদ (১ জন), কম্পিউটার অপারেটর (৪), পরিসংখ্যান সহকারী (১০২), জুনিয়র পরিসংখ্যান সহকারী (৪১৬), নকশাবিদ (১), ইনুমারেটর (৭), এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট (১০), হিসাবরক্ষক (২), ক্যাশিয়ার (৫), ক্যাশিয়ার কাম ইউডিএ (১), সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১০), জুনিয়র নকশাবিদ (১), ডাটা অ্যান্ট্রি/কন্ট্রোল অপারেটর (৪৩), ডুয়েল ডাটা অপারেটর (৩), কম্পিউটার মুদ্রাক্ষরিক (৮), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১১), গাড়িচালক (৫), মেশিনম্যান (১), চেইনম্যান (৫৮), অফিস সহায়ক (২৩) ও লোডার (২)।  

আবেদন ফি: ১ থেকে ১৭ ক্রমিকের পদের ফি ১১২ টাকা (চার্জসহ) এবং ১৮ থেকে ২১ ক্রমিকের পদের ফি ৫৬ টাকা (চার্জসহ)।

আবেদন করবেন যেভাবে: আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২২, বিকেল ৫টা।

এ বিষয়ে যেকোনো তথ্য পাওয়া যাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে।  

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৪ জানুয়ারি ২০২২