এক সপ্তাহে মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশকে টিকা দিয়ে অনন্য কীর্তি ভুটানের

 প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০১:২৫ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক


বজ্র ড্রাগনের দেশ ভুটান বৌদ্ধ অধ্যুষিত। ২০০৮ সালে ছেলে নামগিয়েল ওয়াংচুকের হাতে ক্ষমতা তুলে দেওয়ার মাধ্যমে ভুটানকে নিখাঁদ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রের পথে তুলে দেন দেশটির রাজা জিগমে সিঙিয়ে ওয়াংচুক। বিশ্ববাসীর কাছে ভুটান সবচেয়ে বেশি পরিচিত ‘সুখী দেশ’ হিসেবে। কোভিড মোকাবিলার ক্ষেত্রেও সবচেয়ে বেশি সফলতার পরিচয় দিয়েছে এই হিমালয় রাজ্য। মহামারী ঠেকাতে আগাম পরিকল্পনার পাশাপাশি সংক্রমণের শুরুর দিকেই দ্রুততার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছিল ভুটান। মাত্র ৩০০ জন চিকিৎসকের এই দেশটি মহামারী মোকাবিলায় তাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়েছ ‘কোভিড রেসপন্স প্ল্যান’।ভুটানে ১৮ বছর পেরোনো সব নাগরিককেই টিকা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার টিকার যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন নাগরিকরা।
করোনাভাইরাসের মহামারীতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর যখন হিমশিম অবস্থা, তখন মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশকে টিকা দিয়ে ‘আশার আলো জ্বেলেছে’ হিমালয়ের কোলের ছোট্ট দেশ ভুটান। ভারত এবং চীনের মাঝামাঝি ছোট্ট এই দেশটিতে উঁচু হিমালয়ের ঢালে বাস করে ৭৭ হাজার মানুষ। উচ্চতার পাশাপাশি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে পৌঁছানোর দুর্গম পথ, পশুপালক যাযাবর জনগোষ্ঠী এবং বিরূপ আবহাওয়া- সব মিলে সারা দেশে টিকা পৌঁছানো ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু দুর্গম এই দেশে এত অল্প সময়ে সাধারণ মানুষের কাছে নিরাপদে টিকা পৌঁছে দিতে ভুটানের স্বাস্থ্যকর্মীদের যা করতে হয়েছে, তা এক কথায় অনন্য। ২২ হাজার স্বেচ্ছাসেবী এবং ২ হাজার চারশর বেশি চিকিৎসাকর্মী এ কাজ সফল করতে মানুষের দ্বারে দ্বারে গেছেন।
 যেসব এলাকা আরও বেশি দুর্গম, সেখানে টিকা পাঠানোর জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে ভুটান। পায়ে হাঁটা পাহাড়ি পথে ঘুরে ঘুরে লোকজনকে টিকা দিয়েছেন একদল স্বেচ্ছাসেবী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উড়োজাহাজে করে ভুটানে টিকা নিয়ে যাওয়াটাও ছিল বড় চ্যালেঞ্জ। ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ‘পারো’ বিশ্বের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর। হিমালয়ের চূড়ার পাশ দিয়ে খাড়া নেমে এসে খুবই স্বল্প দৈর্ঘ্যের একটি রানওয়েতে উড়োজাহাজ থামাতে হয় সেখানে। এ বিমানবন্দরে বিমান নামানোর অনুমতি আছে এমন পাইলটের সংখ্যা ২০ জনেরও কম।

মহামারীর মধ্যে এটাই ছিল সবচেয়ে বেশি দ্রততার সঙ্গে সম্পন্ন করা টিকাদান কর্মসূচি। দেশটিতে টিকা পাওয়ার যোগ্য মোট ৫ লাখ ৩০ হাজার মানুষের মধ্যে ৪ লাখ ৮০ হাজার জনকে বুধবার পর্যন্ত টিকা দেওয়া শেষ হয়েছে বলে জানিয়েছে সিএনএন। সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জুলাই করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করে মাত্র এক সপ্তাহের মধ্যে ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকের টিকার কোর্স শেষ করেছে ভুটান, যাকে একটি ‘অনন্য কীর্তি’ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘের সংস্থা ইউনিসেফ।

ভারতের কাছ থেকে উপহার পাওয়া প্রায় ৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে গত মার্চ মাসে গণ টিকাদান কর্মসূচি শুরু করে ভুটান। কিন্তু মহামারীর দ্বিতীয় ঢেউয়ে করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনে পর্যুদস্ত ভারত টিকা রপ্তানি বন্ধ করে দিলে অন্যান্য উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা শুরু করে দেশটি। কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মডার্নার ৫ লাখ ডোজ টিকা সংগ্রহ করেছে ভুটান। চীন দিয়েছিল সিনোফার্মের টিকার ৫০ হাজার ডোজ। ক্রোয়েশিয়া, বুলগেরিয়াসহ আরও কিছু দেশ থেকে আসছে অ্যাস্ট্রাজেনেকার ১ লাখের বেশি টিকা। এছাড়া অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দিয়েছে ডেনমার্ক।গত ২০ জুলাই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হলেও প্রচারসহ এর প্রস্তুতি চলছিল কয়েক মাস ধরে। প্রত্যন্ত যেসব স্বাস্থ্য ক্লিনিকে পৌঁছানো কষ্টকর, সেসব জায়গায় টিকা পরিবহনের সময় কোল্ড চেইনের ব্যবস্থাও করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের কাছ থেকে আরও ২ লাখ ডোজ টিকা কেনার চুক্তি করেছে ভুটান সরকার। এ বছরের শেষ দিকে ওই টিকা পৌঁছানোর কথা, যা শিশুদের দিতে চায় দেশটি।


ভুটানে এ পর্যন্ত মোট ২ হাজার ৪৮৯ জনের কোভিড- ১৯ শনাক্ত হয়েছে এবং গত জানুয়ারিতে প্রথমবারের মত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভুটান সরকারের শীর্ষ তিন নেতা প্রধানমন্ত্রী লোটে শেরিং, স্বাস্থ্যমন্ত্রী দাশো দেকেন ওয়াংমে এবং পররাষ্ট্রমন্ত্রী টান্দি দরজি আগে ছিলেন পেশায় চিকিৎসা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ।

বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল থেকে এমবিবিএস করা লোটে শেরিং টিকাদান কর্মসূচির শুরুর দিকে নিজের ফেইসবুকে পেইজে নিয়মিত পোস্ট কিংবা ভিডিও দিয়েছেন। মহামারীতে সক্রিয় ভূমিকা নিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। টিকা নিয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে গ্রাম থেকে গ্রামে ছুটে বেরিয়েছেন ৪১ বছর বয়সী এই রাজা।


আন্তর্জাতিক এর আরও খবর: