তারকাদের মধ্যে সেরা করদাতা যারা
তারকাদের মধ্যে সেরা করদাতা যারা সুবর্ণা মুস্তাফা, কুমার বিশ্বজিৎ, বিদ্যা সিনহা মিম ও তাহসান রহমান খান
২০২০-২১ করবর্ষে সেরা করদাতাদের তালিকা প্রকাশ হয়েছে। এবার অভিনয় ও সংগীত বিভাগে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন ছয় জন তারকা।
বুধবার (১৭ নভেম্বর) রাতে প্রকাশিত এক গেজেটে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
যেখানে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেলেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ।
এছাড়া শিল্পী (গায়ক-গায়িকা) ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।
ভ্যাট দিবসকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতা এবং প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। ডিসম্বরের ১০ তারিখে সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
জানা যায়, নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকারের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে।
সড়ক, বিমান বা জলপথে ভ্রমণে টিকিট পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। চিকিৎসায় সরকারি হাসপাতালে অগ্রাধিকারসহ নানা সুযোগ পায় এ কার্ডধারী ব্যক্তি ও প্রতিষ্ঠান।