চিত্রনায়িকা পরীমনির ফ্ল্যাটে ‘মিনি বার’ : র‌্যাব

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১১:৫১ অপরাহ্ন   |   বিনোদন


আজ  র‌্যাব সদরদপ্তরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসা থেকে উদ্ধার করা মদ ও মাদক দেখানো হয়।এর আগে গতকাল চিত্রনায়িকা পরীমনিকে বুধবার আটক করে র‌্যাব।  তার আগে ঢাকার বনানীতে তার বাড়িতে চার ঘণ্টা ধরে চলে অভিযান। চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পর্নগ্রাফি আইনে মামলা করছে র‌্যাব। তাদের আটকের পরদিন বৃহস্পতিআর র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চিত্রনায়িকা পরীমনির ফ্ল্যাটে ‘মিনি বার’ ছিল। তিনি নিয়মিত মদ পান করতেন এবং ‘ঘরোয়া পার্টি’ আয়োজন করতেন।পরীমনিসহ গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে বনানী থানায় তিনটি মামলা হচ্ছে। মাদক, পর্নগ্রাফি আইনে মামলাগুলো দায়ের করা হবে। র‌্যাব জানায়, পরীমনি ও দীপুর বিরুদ্ধ মাদক আইনে মামলা হচ্ছে। রাজের বিরুদ্ধে পর্নগ্রাফি ও মাদক আইনে এবং সবুজের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে। গ্রেপ্তার চারজনকেই বনানী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিকালের ওই সংবাদ সম্মেলনে জানান র‌্যাবের মুখপাত্র।সংবাদ সম্মেলনে পরীমনি ও রাজের বাড়ি থেকে উদ্ধার করা মদের বোতল, মাদকদ্রব্য এবং ‘পর্ন কন্টেন্ট’ দেখানো হয়। 


বুধবার বিকালে ঢাকার বনানীতে পরীমনির বাড়িতে অভিযান শুরুর পর রাতে তাকে আটক করে নিয়ে গিয়েছিল র‌্যাব। রাতে একই এলাকায় চলচ্চিত্র প্রযোজক রাজের বাড়িতে অভিযান চালিয়ে তাকেও আটক করা হয়। রাজ প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মা‌ল্টি‌মি‌ডিয়ার কর্ণধার। প্রযোজক‌দের সংগঠন বাংলাদেশ চল‌চ্চিত্র প্রদর্শক ও প‌রি‌বেশক স‌মি‌তির সদস্য রাজ অ‌ভিনয়ও ক‌রেন। নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি ঢাকার চলচ্চিত্রে পরীমনি নামে অভিষিক্ত হন। সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন তিনি। প্রযোজক রাজের মাধ্যমে পরীমনি ২০১৪ সালে চলচ্চিত্রে পা দেন। এরই মধ্যে তিনি ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এর আগে মঙ্গলবার ‘ডিজে পার্টি’ আয়োজনের আড়ালে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শরিফুল হাসান (মিশু হাসান) ও মাসুদুল ইসলাম ওরফে জিসান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকার অভিজাত এলাকায় রাতে পার্টি আয়োজনের আড়ালে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শরফুল হাসান ওরফে মিশু হাসান ও মাসুদুল ইসলাম ওরফে জিসানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত বৃহস্পতিবার রিমান্ড ও জামিনের আবেদনের শুনানি শেষে ভাটারা থানার তিন মামলায় মিশুর নয় দিন এবং দুই মামলায় জিসানের চার দিনের হেফাজত মঞ্জুর করে। এর মধ্যে শরফুল হাসান ওরফে মিশু হাসানকে অস্ত্র মামলায় পাঁচ দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন দিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় এক দিন একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে হয় একটি অস্ত্র, ৬ রাউন্ড গোলাবারুদ, ১৩ হাজার ৩০০ ইয়াবা, একটি ফেরারি গাড়ি, সিসার সরঞ্জামাদি, ২টি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং ভারতীয় ৪৯ হাজার ৫০০ জাল মুদ্রা উদ্ধার করা হয়।
তাদের তথ্যের ভিত্তিতেই পরীমনি ও রাজের বাড়িতে অভিযান চলে বলে কমান্ডার আল মঈন জানান।র‌্যাব মুখপাত্র বলেন, “এসব পার্টি শুধু দেশে নয়, দেশের বাইরেও হয়ে থাকে। পার্টিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অর্থ পেয়ে থাকেন। এসব অবৈধ অর্থ রাজ ঠিকাদারি ব্যবসা ছাড়াও শোবিজ জগতে ব্যবহার করতেন।এসব ব্যবসায় অর্থ জোগানদাতা কয়েকজন সম্পর্কে রাজ তথ্য দিয়েছেন জানিয়ে আল মঈন বলেন, “তার দেওয়া তথ্য আমরা যাচাই করে দেখছি।”

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে র‌্যাব আটক করার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, ‘দুয়েকজনের কৃতকর্মের জন্য’ সকল শিল্পীকে খারাপ ভাবা কাম্য নয়। শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “অপরাধী শিল্পকে ব্যবহার করে মাত্র। তবে প্রকৃত শিল্পীরা কখনো খারাপ হতে পারে না। দুয়েকজনের কারণে সকলকে খারাপ ভাবা কাম্য নয়। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় পরীমনির। শাহ আলম মণ্ডল পরিচালিত সেই সিনেমায় নায়ক হিসেবে জায়েদ খানকে পেয়েছিলেন তিনি।