আগামী ১১ই মে পর্যন্ত বন্ধ থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয়

তারিক সাইমুম (ইসলামী বিশ্ববিদ্যালয়):
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পবিত্র মাহে রমজান, মে দিবস, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর ও ঈদু-উল-ফিতরের ছুটি ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ২১ দিনের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ১২ মে।
বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এছাড়া আগামী ২৮ এপ্রিল থেকে আগামী ১১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে। আগামী ২৮ এপ্রিল সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ হল ত্যাগ করার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে আগামী ১২মে সকাল ১০টায় হলসমূহ খোলা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।