কুয়েস এর নেতৃত্বে শাদমান - শাকিল

মুহিব্বুল্লাহ (খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি):
আজ বুধবার দুপুর ১.০০-৩.০০ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যাল ইকোনমিকস সোসাইটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এর ভোট গ্রহন সম্পন্ন হয়। বরাবরের মতো এবারও নির্বাচন কমিশনার তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করে ৫.টায় পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়। সভাপতি পদে নির্বাচিত হয়েছে শেখ শাদমান শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার মাহমুদ শাকিল।
নির্বাচনের নির্ধারিত সময় থেকেই থেকেই শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসতে শুরু করেন। এর পর পরই নির্বাচনের জন্য নির্ধারিত রুমের সামনে ভিড় জমাতে থাকেন। এসময় অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক ফাহমিদা আক্তার অনি দাঁড়িয়ে ভোট পর্যবেক্ষণ করেন। তাছাড়াও এদিকে নির্বাচন কার্যক্রম সার্বিকভাবে পরিদর্শনের দায়িত্বে ছিলেন অর্থনীতি ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মনজুরুল ইসলাম সবুজ এবং নির্বাচন কমিশনার এর দায়িত্বে ছিলেন অর্থনীতি ডিসিপ্লিনের ৪র্থ বর্ষে শিক্ষার্থী আশরাফুল ইসলাম, ৩য় বর্ষের শিক্ষার্থী হাসিব আল বান্নাহ এবং ২য় বর্ষের শিক্ষার্থী মুহিব্বুল্লাহ।
কুয়েসের এবারের নির্বাচনে ১১ টি পদে মোট ৩০ জন পদ প্রত্যাশী লড়াই করছেন। এদের মধ্যে থেকে ১৩ জন নির্বাচিত হয়। মূলপদে ১০ জন এবং সাধারণ সদস্যপদে ৩ জন নির্বাচিত হয়েছে পদগুলো হলো সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রিড়া ও সংস্কৃতি, শিক্ষা সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রকাশনা সম্পাদক, সমাজসেবা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কার্যনিবার্হী সদস্য।
কমিটিতে সহসভাপতি পদে অর্থনীতি ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মেরিন সাহিল, সাংগঠনিক সম্পাদক পদে উক্ত ডিসিপ্লিনের শিক্ষার্থী রাজিয়া খাতুন, অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান বাপ্পি , প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লালা বাবু মন্ডল নির্বাচিত হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ক্রীড়া ও সংস্কিতি সম্পাদক হিসেবে আসাদুজ্জামান, শিক্ষা সম্পাদক পদে অনিক সাহা, সমাজসেবা পদে জিহাদ মাহমুদ পিয়াস এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ইসফাক আহমেদ রুদ্র নির্বাচিত হয়েছে।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মতিউর রহমান, উম্মে জান্নাত এবং মেহবুব হাসান মিথুন।
নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে কুয়েস এর উপদেষ্টা প্রফেসর নাসিফ আহসান নবনির্বাচিত কমিটি কে অভিনন্দন জানিয়ে করোনা কালীন সময়ে সংগঠন একটু ঝিমিয়ে পরেছিলো তা দূর করে নতুন উদ্যমে কাজ করার আহবান জানান।এছাড়াও সংগঠনের সবাই কে ধন্যবাদ জানিয়ে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার জন্য ডিসিপ্লিনের পক্ষ থেকে সকল ধরনের সাহায্য করার কথা বলেন।