ইবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

তারিক সাইমুম (ইসলামী বিশ্ববিদ্যালয়):
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, আনন্দ শোভাযাত্রা ও শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
গতকাল শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এসময় তার সাথে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।
পরে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেন করেন তারা। এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, সহায়ক কর্মচারী সমিতি, টেকনিক্যাল সহায়ক কর্মচারী সমিতি, ইবি ছাত্রলীগ, বিভিন্ন সাংবাদিক সংগঠন, হল, অনুষদ, বিভাগ, বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুইজ, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।