চবিতে মাসব্যাপী বিতর্ক কর্মশালা

 প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০১:০৭ পূর্বাহ্ন   |   শিক্ষা


 ‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মেলন’ স্লোগানে বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের (সিইউএসডি) উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে মাসব্যাপী বিতর্ক কর্মশালা।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের মার্কেটিং বিভাগে এ কর্মশালার উদ্বোধন করা হয়।


 
সিইউএসডি’র ১২তম ‘থিমেটিক ডিবেট ওয়ার্কশপ অ্যান্ড ডিবেট চ্যাম্পিয়নশিপ’ কর্মশালাটি ২২ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হানিফ সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. ফুয়াদ হাসান, যোগোযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ. আলী আর রাজী।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, সমাজে যুক্তবাদী, সততা ও নিষ্ঠাবান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বিতর্কচর্চার ভূমিকা রয়েছে। কারন বিতর্কের সঙ্গে দক্ষতা ও সততা ওতপ্রোতোভাবে জড়িত।  

সিইউএসডি সভাপতি নাজমুল হাসান তুষার বলেন, আমরা বিশ্বাস করি, একটি বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার জন্য জানার ইচ্ছা এবং অনুশীলনই হচ্ছে বিতর্ক চর্চা। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র নিজেকে একটি নির্দিষ্ট গণ্ডীর মধ্যে আবদ্ধ রাখার জায়গা নয়। নিজেকে বিকশিত করা এবং ছড়িয়ে দেয়ার জায়গা হলো বিশ্ববিদ্যালয়। এর জন্য বিতর্ক চর্চা একটি অন্যতম মঞ্চ।