জবির লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের নব নিযুক্ত ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২২, ০১:০২ পূর্বাহ্ন   |   শিক্ষা



অশ্রু মল্লিক (জবি প্রতিনিধি) : 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদে নব নিযুক্ত ডিন হিসেবে নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার। আগামী ৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছরের জন্য লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের  ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন।

 আজ (৩ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার) নব নিযুক্ত ডিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের অন্তর্ভুক্ত ৬ টি বিভাগ রয়েছে। বিভাগগুলোর মধ্যে রয়েছে- উদ্ভিদবিদ্যা বিজ্ঞান,  ভূগোল ও পরিবেশ বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ ও ফার্মেসি বিভাগ।