ইবির শারীরিক শিক্ষা বিভাগের নতুন সভাপতি মিজানুর রহমান

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২২, ১২:৫৭ পূর্বাহ্ন   |   শিক্ষা





তারিক সাইমুম (ইসলামী বিশ্ববিদ্যালয়) :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতি'র নিয়োগকে অকার্যকর করে পুনরায় সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। 

রবিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ মিজানুর রহমানকে বিজ্ঞান অনুষদভুক্ত নতুন বিভাগ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি হিসেবে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত তাকে এই নিয়োগ প্রদান করা হয়েছে। একই সাথে অতিরিক্ত এই দায়িত্ব পালনের জন্য যাবতীয় সুযোগ-সুবিধাও তিনি ভোগ করবেন।

পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে, গত ১১ জানুয়ারি থেকে নবনিয়োগ প্রাপ্ত নতুন এই বিভাগটিতে সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। বিভাগটিতে সভাপতি পদে নিয়োগের ১১দিনের মাথায় তার এ নিয়োগ পত্রটি অকার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।