জাবি প্রেসক্লাবের দশক পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

মাহমুদুল হাসান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) :
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি ও নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান আরম্ভ হয়।অনুষ্ঠানে প্রেসক্লাবের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘প্রেসক্লাব তার দশ বছর পূর্ণ করে এগারো বছরে পদার্পণ করেছে। যেকোন কাজের অন্যতম বিষয় থাকে ধারাবাহিকতা। প্রেসক্লাব সাংবাদিকতার এই ধারাবাহিকতা বজায় রেখেছে এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের যে প্রচেষ্টা ছিল তা প্রশংসনীয়। সাংবাদিকতায় এই অব্যাহত গতি ধরে রাখতে জাবি প্রেসক্লাব আরও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করবে এই আশাবাদ ব্যক্ত করি। দেশ ও জাতির কল্যাণে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভচিন্তা ও শুভকর্মের প্রকাশ তাদের কাজের মাধ্যমে ফুঁটে উঠুক।’
এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কাম্না করেন ।
বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার। ভিন্ন ভিন্ন মমত থাকলেও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবাই মত প্রকাশ করতে পারছি এবং গণতন্ত্রের চর্চা করতে পারছি।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘একজন সাংবাদিক তখনই আপনার প্রিয় হবে যখন তার সংবাদ আপনার পক্ষে যাবে। যখনই আপনার বিপক্ষে যাবে তখনই তাকে আপনার অপ্রিয় মনে হবে। এমনটাই হয়ে থাকে। তবে এক্ষেত্রে সাংবাদিক যেটা বস্তুনিষ্ঠ মনে করে সেটাই করবে। সত্য উদঘাটন করবে এটাই সাংবাদিকের কাজ। সাংবাদিকদের অনুসন্ধান নির্ভর তথ্য উপস্থাপন করতে হবে।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আলমগীর কবির, অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফী, অধ্যাপক শফি মোহাম্মদ তারেক, সহযোগী অধ্যাপক তানজিনুল হক মোল্লা, সহযোগী অধ্যাপক মাহবুবুল কবির হিমেল, জাবি শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, সাংস্কৃতিক জোট, জাবি প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান লিটন বলেন, সাংবাদিকরা হলো জাতির দর্পন। তাদের কাজ যত স্বচ্ছ হবে সবাই তত উপকৃত হবে। ছাত্রলীগ গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানায়। জাবি প্রেসক্লাব অতীতের মত সামনেও সুনাম বহন করে চলবে এই প্রত্যাশা ব্যাক্ত করছি।
উল্লেখ্য, অনুষ্ঠনটি দুটি ধাপে উদযাপিত হয়। প্রথম ধাপে দশক পূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং দ্বিতীয় ধাপে দায়িত্ব হস্তান্তর ও ক্রেস্ট বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।