রাবিতে নাইট্রোজেন জাতীয় সারের টেকসই ব্যপস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তানভীর তুষার (রাজশাহী বিশ্ববিদ্যালয়) :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের এগ্রোনমী এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ব্যবস্থাপনায় এবং UKRI GCRF South Asian Nitrogen Hub প্রকল্পের অর্থায়নে নাইট্রোজেন জাতীয় সারের টেকসই ব্যপস্থাপনা শীর্ষক শিরোনামে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।
গতকাল (১৫ জানুয়ারি) শনিবার বেলা ১১.৩০ মিনিটে কৃষি অনুষদে এই কর্মশালাটির আয়োজন করা হয়।
কর্মশালায় উপস্থিত এগ্রোনমী এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সভাপতি ড. মো: মাহমুদুল হাসান বলেন, আজকের এই কর্মশালা থেকে আমরা জানতে পারবো কিভাবে নাইট্রোজেন সারের অপচয় হয় এবং এর ক্ষতিকর দিকসমূহ নিয়ে। এর ক্ষতিকর দিকসমূহ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন নাইট্রোজেন সারের অপচয়ের কারনে আর্থিক ক্ষতি, মাটির উর্বরতা শক্তি হ্রাসের ক্ষতি, পরিবেশ ও বাস্তুতন্ত্রের ক্ষতি এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো: আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো: আরিফুর রহমান এবং বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউটের রাজশাহী আঞ্চলিক শাখার বৈজ্ঞানীক কর্মকর্তা ড. মো: হারুন-অর রশিদ। এছাড়াও রাজশাহী জেলার পবা উপজেলার বাজিতপুর গ্রামের ২৬ জন কৃষক কর্মশালায় অংশগ্রহণ করেন।