ইবিতে দা'ওয়াহ বিভাগের আয়োজনে জাতীয় সেমিনার

তারিক সাইমুম (ইসলামী বিশ্ববিদ্যালয়):
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে 'ইসলামী গবেষণায় সৃজনশীলতা: ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে ভারসাম্য' শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ওলি উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড এইচ.এ.এন.এম এরশাদ উল্লাহ। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন লন্ডনের গোল্ড স্মিথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আব্দুর রহমান আনোয়ারী এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজের অধ্যাপক ড. লোকমান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. ইকবাল হুসাইন।