ইবিতে তারুণ্য সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯ অপরাহ্ন   |   শিক্ষা



তারিক সাইমুম (ইসলামী বিশ্ববিদ্যালয়) :
আসুন শীতার্তদের পাশে দাঁড়াই’ শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে প্রায় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন তারা।

তারুণ্যের সভাপতি সাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুরসালিন আহাম্মেদ সানি ও অগ্রপথিক সাবিহা সুলতানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিক বিন নজরুল, সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান, তারুণ্যের সাবেক সভাপতি শেখ রাইয়ান উদ্দীন, সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান, সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, তারুণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যানমূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়-সহ কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় বিভিন্ন প্রশংসনীয় সামাজিক ও জনকল্যানমূখী কর্মকান্ড পরিচালনা করে আসছে।