খুলনা বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষক পাচ্ছেন বিশেষ গবেষণায় সরকারি অনুদান

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৩:৪৭ পূর্বাহ্ন   |   শিক্ষা


মুহিব্বুল্লাহ (খুবি প্রতিনিধি) :  


মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা গেছে যে ২০২১-২২ অর্থবছরে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ডিসিপ্লিনের ২২ জন শিক্ষক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাতের বিশেষ গবেষণা অনুদানের জন্য মনোনীত হয়েছেন। সম্প্রতি ২০২১-২০২২ অর্থবছরের ৬৩৮টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোনীত  ২২ শিক্ষক তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। উক্ত শিক্ষকগন তাঁদের প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলে জানা যায়।খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোনীত ২২ শিক্ষক তালিকার মধ্যে প্রকৌশল ও ফলিতবিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের (ইউআরপি) অধ্যাপক ড. মো. জাকির হোসাইন ও সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। 


বিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মুজিবর রহমান, অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত, অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও অধ্যাপক মো. আজহারুল ইসলাম। 


জীববিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি অধ্যাপক মমতাজ খানম, সহকারী অধ্যাপক মো. শাহিন পারভেজ, অধ্যাপক ড. মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক সুদীপ দেবনাথ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রউফ ও অধ্যাপক ওয়াসিম সাব্বির।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন থেকে রয়েছে অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, অধ্যাপক মোছা. সাবিহা সুলতানা, সহযোগী অধ্যাপক ড. শিমুল দাস ও সহকারী অধ্যাপক ছোয়া মণ্ডল।অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহমেদ, অধ্যাপক ড. মো. মাতিউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার দাস, সহকারী অধ্যাপক জয়ন্তী রায়
এ ছাড়াও এই ক্যাটাগরিতে রয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিন থেকে রয়েছেন অধ্যাপক ড. শেখ জুলফিকার হোসাইন ও অধ্যাপক মো. ইমদাদুল ইসলাম।