আসন্ন খুবি অফিসার্স কল্যাণ পরিষদ নির্বাচনে ১৭ পদে লড়বেন ৪০ প্রার্থী

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৩:০১ পূর্বাহ্ন   |   শিক্ষা



খুবি প্রতিনিধি : 

আগামী ২২ শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ নির্বাচন। গত বুধবার নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনীত ৪০ জন চূড়ান্ত প্রার্থী-তালিকা প্রকাশ করা হয়েছে। 

জানা গেছে যে আসন্ন  নির্বাচনে ১৭টি পদের মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভাপতি পদের জন্য উপ-রেজিস্ট্রার  তারিকুজ্জামান (লিপন) ও উপ-রেজিস্ট্রার জিএম লুৎফর রহমান এবং উপপ্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামান (পলাশ)। সহ-সভাপতির ২টি পদের জন্য লড়বেন সহকারী রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম (বাবু), মোঃ আব্দুল্লাহ আলা মামুন, তানভীর হোসেন বাবু, উপ-পরিচালক মো.  জাবেদ এলাহী ।

এছাড়াও  সাধারণ সম্পাদক পদে লড়ছেন সহকারী রেজিস্ট্রার আব্দুর রহমান, সহকারী রেজিস্ট্রার মো.  মাসুদুর রহমান মিয়া ও ডেপুটি রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন সহকারী রেজিস্ট্রার মিয়া মুহাম্মদ সালাউদ্দিন (সুকর্ণ), সহকারী পরিচালক সুশান্ত কুমার বোস ও সেকশন অফিসার শেখ আখতার হোসেন।

 অর্থ সম্পাদক পদের জন্য মনোনীত প্রার্থী হলেন সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম (রফিক) ও সহকারী রেজিস্ট্রার এস আতিকুর রহমান।  অফিস সচিবের সহকারী রেজিস্ট্রার মো.  |||  সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা চুনুরাম রায় (সাগর) ও সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামান (মিথুন)।  
সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেকশন অফিসার সরদার ইসরাফিল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহেদী হাসান ও শেখ আফসার উদ্দিন এবং সেকশন অফিসার সুশান্ত অধিকারী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মহাদেব মন্ডল 
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লড়বেন  সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো.  শহিদুল ইসলাম (শহিদ), সহকারী পরিচালক সাহারা বানু ও সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেন।  

৭ জন নির্বাহী সদস্য পদের  জন্য মনোনীত প্রার্থীরা হলেন সহকারী রেজিস্ট্রার সাইদা আক্তার রিনি, সেকশন অফিসার খান মঞ্জুর মোমেন রানা, সেকশন অফিসার মোছা.  তাহেরা মনোয়ার, সহকারী রেজিস্ট্রার শেখ মো.  সোহরাব হোসেন, সেকশন অফিসার হিমাদ্রি শেখর মন্ডল, প্রধান কম্পাউন্ডার গণেশ চন্দ্র পাল, সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক আবু সালেহ।  পারভেজ, সহকারী রেজিস্ট্রার লাভলী খাতুন, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ গেলজার হোসেন, সহকারী রেজিস্ট্রার সৈয়দ মিজানুর রহমান, সহকারী পরিচালক এসএম আব্দুল্লাহ শাহানুর কবির (অয়ন), সহকারী রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান খান (মুকুল) ও সেকশন অফিসার লায়লা রুমঝুম।