এ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ২০২০-২১ শিক্ষাবর্ষের জাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন
মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ৯ নভেম্বর জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল। সোমবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় ‘এ’ ইউনিটের পঞ্চম শিফটের পরীক্ষার মাধ্যমে এবছরের ভর্তি পরীক্ষা শেষ হয়। এবার ১৮৮৯টি আসনের বিপরীতে আবেদনকারী ছিল ৩ লক্ষ ৮ হাজার ৬০৬ জন। মোট ৬টি অনুষদ ও ৩ টি ইনস্টিটিটেরঅধীনে শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতি আসনের বিপরীতে লড়েছেন ১৬৩ জন পরীক্ষার্থী। সকলইউনিটের ভর্তি পরীক্ষা ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। উক্ত ৬০ নম্বর ৮০ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রকাশকরা হচ্ছে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য (www.juniv-admission.org)- ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।