পরিবেশ মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জাবিতে মানববন্ধন !

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ০৫:১৯ পূর্বাহ্ন   |   শিক্ষা




মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) : 

পরিবেশ মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং বন্যপ্রাণী নিধন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। 

২০ নভেম্বর (শনিবার) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে শিক্ষার্থীরা ‘আদিবাসীদের নিয়ে পরিবেশমন্ত্রীর উদ্দেশ্যমূলক বক্তব্য প্রত্যাহার কর’, ‘পাহাড়ে সায়ত্ত্বশাসন নিশ্চিত কর’, ‘হাতির করিডোর নিরাপদ কর’, ‘আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত কর' ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেন। 

এসময়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত দে বলেন, ‘পরিবেশমন্ত্রী বলছে, 'দেশে পাহাড়ের ভেতর খাসিয়াসহ বেশ কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাসে বন্য পশুরা নিরাপদ নয়' এগুলো স্রেফ এক ধরনের সাফাই গাওয়া, মানুষকে ভড়কে দেয়ার অজুহাত। যেখানে মাইনরিটি বসবাস করে সেখানে হোটেল রিসোর্ট নির্মাণ মাইনরিটির উপর এক ধরনের অত্যাচার। মাইনরিটির উপর এই অত্যাচার পাহাড় সমতলে সবখানেই বন্ধ করতে হবে।’

দর্শন বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘বিভিন্ন বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কারণ আদিবাসীরা নয় এর জন্যে আমরাই দায়ী। বন্যপ্রাণী বিলুপ্তের প্রধান কারণ তাদের আবাসস্থান বিলুপ্ত হয়ে যাওয়া, তাদের বাসস্থানে এখন সমতলের মানুষ বাস করছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে 25 টি হাতি হত্যা করা হয়েছে, সরকারের বন্যপ্রানী সংরক্ষণ অধিদপ্তর থাকা সত্ত্বেও  হাতি কিভাবে হত্যা করা হচ্ছে? বাংলাদেশের বন্যপ্রাণী রক্ষা করতে হলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, বন্যপ্রানী হত্যায় দায়ীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী রাকিবুল রনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণের দাবিতে, আদিবাসীদের  সাংবিধানিক স্বীকৃতির দাবীতে, পরিবেশমন্ত্রীর হীন উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রত্যাহারের দাবীতে আমাদের আজকের এই মানববন্ধন। ১৫৫০ সাল থেকে আদিবাসীরা পাহাড়ে বসবাস করছে, তারা সেখানের পরিবেশের ভারসাম্য রক্ষা করেই বসবাস করে আসছে। পাহাড়িরা পাহাড়ের জন্যে ক্ষতিকর বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর এটা একধরনের বাকওয়াস তথ্য, এর কোনো ভিত্তি নেই। আমরা বলতে চাই পরিবেশ ধ্বংস করে উন্নয়নের কোনো মানে নাই। পরিবেশ মন্ত্রী বাজে উদ্দেশ্যে যে হীনকর বক্তব্য দিয়েছেন এটি তাকে প্রত্যাহার করতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে ট্রান্সপোর্ট ইয়ার্ড পর্যন্ত প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ‘বন্য প্রাণীর অবৈধ বাণিজ্য দমনে আইন প্রয়োগ শক্তিশালী করার লক্ষ্যে পরামর্শ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, ‘পাহাড়েও বন্য পশু নিরাপদ নয়। আমাদের খাসিয়া সম্প্রদায়ের অনেকে পাহাড়ে পান চাষ করে। আরও অনেকে আছে। তারা পাহাড়ের ভেতরে গিয়ে বসবাস করছে, যে কারণে বন্য পশু সেখানেও নিরাপদ নয়। এসব কারণ আমাদের চিহ্নিত করতে হবে। বনকে সুরক্ষা করতে হবে। তাহলে বন্য প্রাণীকেও আমরা সুরক্ষা দিতে পারব।’