আন্তর্জাতিক পুরস্কার পেলেন জবির শিক্ষক

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ০৫:২৮ অপরাহ্ন   |   শিক্ষা



অশ্রু মল্লিক (জবি প্রতিনিধি) : 

ইন্টারন্যাশনাল আওয়ার্ড ফর এরোডাইট স্কলার ২০২২ এ মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার। ভারতের 'কাউন্সিল ফর টিচার ফাউন্ডেশন এডুকেশন' এর পক্ষ থেকে তাদের বার্ষিক কনভেনশনে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। 
ড. প্রতিভা রানী কর্মকার জবির একমাত্র ছাত্রী হলের আবাসিক শিক্ষক এর দায়িত্বেও আছেন। এর আগেও তিনি বিভিন্ন সম্মাননা পেয়েছেন। তিনি এ সাফল্য তাঁর স্বর্গীয় পিতামাতাকে উৎসর্গ করেন। 
জবি থেকে প্রায় দুই বছর আগে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী উক্ত সম্মাননাটি পেয়েছিলেন।