ভর্তিচ্ছুদের সহায়তায় জাবি রোভার স্কাউটের সেবা কার্যক্রম

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১১:৪৭ অপরাহ্ন   |   শিক্ষা


মাহমুদুল হাসান ( জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) : 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) অনার্স প্রথম বর্ষের শ্রেণির ভর্তি পরিক্ষায়ভর্তিচ্ছুদের সহযোগিতায় শৃঙ্খলার দায়িত্ব পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। সংগঠনটির মূল মটো ‘সেবা’। প্রতিবছর স্কাউট ইউনিফর্ম পরিহিত একদল সদস্যদের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় নিরলসপরিশ্রম করতে দেখা যায়। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এ কাজেই ব্যস্ত থাকেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই সেবকরা। মূল লক্ষ্যইথাকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও বাহির। ক্যাম্পাসে অপরিচিত পরীক্ষার্থীদের সাথে আসাঅভিভাবকদের তথ্য প্রদান করে সহযোগিতা করে থাকেন এই রোভার সদস্যরা।   

পরিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কক্ষে প্রবেশ করানো, পরীক্ষা হলের নিয়মাবলি বলে দেওয়া, পরিক্ষা হল খুঁজে দেওয়াসহ পরিক্ষা কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে রোভার সদস্যরা।  এই সেবামূলক কাজের অনুভুতি সম্পর্কে রোভার স্কাউটের নারী সদস্য শেখ শাহরিন মারিয়া বলেন, ‘স্কাউট মানে হচ্ছে সেবা।আমরা পরিক্ষা দিতে আসা পরিক্ষার্থীদের সেবায় কাজ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সংযুক্ত হয়ে ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সর্ব্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করছি। রোভার স্কাউটের সদস্য হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীশিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করার সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের মুখেযখন হাসি দেখি তখন সকল ক্লান্তি দুর হয়ে যায়। এই কঠোর পরিশ্রম ও মানুষের ভালোবাসা আমাদের আত্মবিশ্বাসী হয়ে উঠতেসাহায্য করে।’ 

রোভার স্কাউট জাবি ইউনিটের লিডার সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামানের সাথেআলাপকালে তিনি জানান, জাবি রোভার স্কাউটের লিডার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই স্কাউটের স্বাভাবিক কার্যক্রমপরিচালনা করছি। প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে রোভার সদস্যরা সচেষ্ট। প্রতিবছরের ন্যায় পরীক্ষার্থীদের সহযোগিতায় রোভার দলকাজ করছে। ভর্তি পরীক্ষার শুরুর দিন থেকেই আমাদের স্কাউট সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে ভর্তিচ্ছুদের পরীক্ষার সুষ্ঠু পরিবেশবজায় রাখার চষ্টো করছে। এর পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন পরিক্ষার্থীদের জন্যেও কাজ করছে রোভারসদস্যরা। এই মহান দায়িত্ব পালনে প্রশাসন আমাদের সবসময় সহযোগিতা করছে। 

এবারের কার্যক্রম সম্পর্কে জাবি রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট মাহবুবুর রহমান সিফাত জানান, ৬০ সদস্যের দল নিয়েরোভার স্কাউট এবারের ভর্তি পরীক্ষায় সেবা প্রদান করছে। পুরুষ সদস্যদের পাশাপাশি নারী সদস্যরা সামানভাবে কাজ করছে।আমাদের মূল কাজ হলো পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখা। এই কার্যক্রম পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহায়তা পাচ্ছি।যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সদা প্রস্তুত আছি। 
এবছর নতুন কলা ভবন, অডিটোরিয়াম, পদার্থবিজ্ঞান ভবন, রসায়ন ভবন, জীববিজ্ঞান অনুষদ,  মাইক্রোবায়োলোজি বিভাগ,  জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ,  সিএসই ভবন, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ  সহ নয়টি কেন্দ্রে রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালনকরছে।