ঢাবির ‘ক’ ইউনিটে ৯০ শতাংশ ফেল

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১১:৩০ অপরাহ্ন   |   শিক্ষা


 ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল করেছেন ৮৯.২৪ শতাংশ শিক্ষার্থী। ১০.৭৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।  বুধবার (০৩ অক্টোবর) দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।  

এ সময় উপস্থিত ছিলেন- ঢাবির উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ‘ক’ ইউনিটের পরীক্ষার প্রধান সমন্বয়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা।

‘ক’ ইউনেটের পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৪ হাজার ৫০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হন ১০ হাজার ১৬৫ জন। পাশের হার শতকরা ১০ দশমিক ৭৬ ভাগ।  

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়া উট কঅ লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে DU KA করে ফিরতি এসএমএস এ ভর্তিচ্ছুরা তার ফলাফল জানতে পারবেন।

‘ক’ ইউনিটের উত্তীর্ণরা বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, আর্থ অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদভুক্ত বিভাগগুলো এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউ, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক হাজার ৮১৫ আসনে ভর্তি হবে। এখানে আবেদন করেছেন এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন।