ঢাবি ‘খ’ ইউনিটে অকৃতকার্য ৮৩.১১ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভূক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৮৩ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। কৃতকার্য হয়েছে মাত্র ১৬প দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী। এ নিয়ে মোট উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ১২ জন।
মঙ্গলবার (২ নভেম্বর) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতকরুজ্জামান। দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।
এ বছর ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৪৭ হাজার ৬৪০ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৫২৪ জন। পাস করেছেন মাত্র ৭০১২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
এবার ‘খ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন মো. জাকারিয়া নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। মোট ১২০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর মোট ১০০ দশমিক ৫। দারুণ নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা থেকে তিনি দাখিল ও আলিম দিয়ে ভর্তি পরীক্ষা দেন তিনি।