‘নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা’

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৩ অপরাহ্ন   |   শিক্ষা


 শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আশা করছি সময় মতো হবে। নভেম্বর এবং ডিসেম্বরে আমরা তারিখ ঠিক করছি। মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি পরীক্ষা হবে। ' শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল অ্যাক্সিবিউশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, 'করোনা সংক্রমণ নিয়ে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে; সংক্রমণের ঘটনাগুলোতে স্কুলের সবার পরীক্ষা করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি মনিটরিং করছে। '

করোনা পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলেও এ সময় জানান শিক্ষামন্ত্রী। তবে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শিক্ষাক্রম শুরু নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।