প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা বর্জন করলেন বারের সম্পাদক

 প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৬:৩০ অপরাহ্ন   |   অপরাধ ও আইন



দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শেষ কর্মদিবস আজ। সেই আলোকে সুপ্রিম কোর্ট আইনজীবী, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে হয়েছে বিদায় সংবর্ধনা। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এ সংবর্ধনা হয়।

এসময় সুপ্রিম কোর্ট আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামীপন্থীদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।


তবে অবমূল্যায়নের অভিযোগ এনে এ সংবর্ধনা বর্জন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ বিএনপিপন্থী আইনজীবীদের অংশ। এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন তারা।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাচ্ছেন ৩১ ডিসেম্বর। তবে ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হচ্ছে। আর অবকাশে বসবেন না সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া ১৬–১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি। তাই প্রধান বিচারপতি হিসেবে আজ বুধবারই শেষ কর্মদিবস সৈয়দ মাহমুদ হোসেনের।

অপরাধ ও আইন এর আরও খবর: