বগুড়ায় বিএসটিআই’র অভিযানে আবারো বিপুল পরিমাণ অবৈধ ও নকল ডিটারজেন্ট পাউডার জব্দ

প্রায়শ্চই হাটে-বাজারে ভ্যানে করে ডিটারজেন্ট পাউডার, এলইডি বাল্ব সহ নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যই বিক্রি হতে দেখা যায়, মাইকিং শোনা যায় কোম্পানীর প্রচারের স্বার্থে ১০০ টাকার পণ্য পাচ্ছেন মাত্র ৫০ টাকায়; সাথে একটি বালতি বা মগ ফ্রি। কিন্তু এই পণ্যগুলো কি গুণগত মানসম্পন্ন?
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, এসব পণ্য বিএসটিআই’র অনুমোদনবিহীন, অবৈধ, নি¤œমানের এবং নামীদামী কোম্পানীর নকল সামগ্রী; যেগুলো ব্যবহারে স্কিন ক্যান্সারসহ ত্বকের বিভিন্ন রোগব্যাধি এবং অবৈধ ইলেকট্রিক পণ্য ব্যবহারে অতিরিক্ত ইলেকট্রিসিটি খরচসহ বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এসবের বিরুদ্ধে বিএসটিআই নিয়মিতভাবে বাজার মনিটরিং, সাভিল্যান্স ও মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অদ্য ২১-১০-২০২১ খ্রি. তারিখে বিএসটিআই, জেলা অফিস, বগুড়া এর উদ্যোগে বগুড়া সদরে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং নামীদামী ব্রান্ডের নকল ‘সিনথেটিক ডিটারজেন্ট পাউডার (ব্রান্ড: সার্ফ এক্সেল ও রিম)’ বিক্রি-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় মোঃ সাকিব হাওলাদার এর বিরুদ্ধে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ এর ২১ ও ১৫(১) ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয় এবং বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয়। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সে দেশের নামকরা দুটি কোম্পানীর ব্রান্ড- ‘Surf Excel ও Rim কে নকল করে ‘Surf Excel ও Rim নামে অবৈধভাবে বিক্রি-বিতরণ করে আসছিলো।
অভিযান পরিচালনা করেন, বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ জুলফিকার আলী।