ফরিদপুরে মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

 প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৫:৩৯ অপরাহ্ন   |   সারাদেশ


 ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।  

বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার ঘারুয়া ও চৌকিঘাটা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


এলাকাবাসী জানায়, সকালে উপজেলার ঘারুয়া বাজার সংলগ্ন ঘারুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশিয় অস্ত্র নিয়ে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।  পরবর্তী প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। এই সময় বাজারের কিছু দোকান পাট ক্ষতিগ্রস্ত করা হয়।  

এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিপ্লব বলেন, খবর পেয়ে সংঘর্ষ থামাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।