মাদারীপুরে টিসিবি পণ্যের কার্ড বিতরণ ও বিক্রি কার্যক্রম শুরু : উদ্বোধন করেন জেলা প্রশাসক

 প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৩:৪২ পূর্বাহ্ন   |   সারাদেশ




আরাফাত হাসান (মাদারীপুর) : 

মাদারীপুর অর্ধ লক্ষাধিক পরিবারের মাঝে টিসিবি’র স্বল্পমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এতে সহযোগিতা করছেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। তদারকি করছেন জেলা ও উপজেলা প্রশাসন। আজ আনুষ্ঠানিকভাবে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকালে পৌরসভা বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ,পৌরসভার সচিব খন্দকার ফিরোজ আহমেদ, প্যানেল মেয়র সাইদুল বাশার টফি, কাউন্সিলর সিদ্দিকুর রহমান তালুকদার, রাজিব মাহমুদ কাওসার সহ অন্যরা।

মাদারীপুর জেলার ৫১ হাজার ৩৪১টি পরিবারের হাতে ইতিমধ্যেই স্বল্পমূল্যে টিসিবি’র পণ্যের কার্ড তুলে দেয়া হয়েছে। প্রতিটি কার্ডধারী ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল পাচ্ছেন।  এ কাযক্রম পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার শংকর চন্দ্র বৈদ্য। পৌরসভা ১নং ওয়ার্ডে ৪৫৫ জন উপকারভোগীকে আজকে টিসিবি পন্য দেওয়া হবে। এছাড়া সদর উপজেলার কেন্দুয়া রাস্তি ইউনিয়নে এবং জেলার অন্য উপজেলায় টিসিবি পণ্য বিক্রয় করা হচ্ছে।