৫০ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

শাহরিয়ার মিল্টন (শেরপুর) : র্যাব সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জেলার ঝিনাইগাতী উপজেলায় ৫০ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী মো. ফিরোজ মিয়া(৩৮) নালিতাবাড়ী উপজেলার শিমুলতলী গ্রামের মৃত. নুর বক্স এর ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র্যাব সদস্যরা শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের সম্মুখ পাঁকা সড়কের উপর অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মো. ফিরোজ মিয়াকে আটক করা হয়। পরে তার কাছে রাখা একটি ব্যাগ থেকে ৫০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, মাদক ব্যবসায়ী মো. ফিরোজ মিয়াকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।