জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নাজিম বকাউল (ফরিদপুর) :
ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাসলিমা আলী, ফরিদপুর পৌর মেয়র জনাব অমিতাভ বোস,সদর উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা,, ফরিদপুর জেলার জেল সুপার মোঃ মামুন, জেলা আনসার কমান্ডার নাদিরা ইয়াসমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ হযরত আলী,সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের কাছে তাদের দপ্তরের কাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এছাড়াও তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে জেলার ৫৭৬ টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই তার উপজেলা ভিত্তিক তথ্য দেয়ার তাগিদ দেন। অতিরিক্ত জেলা প্রশাসক জেলার যেসব উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে সেগুলো দ্রুত শেষ করার জন্য নির্দেশ প্রদান করেন।