রূপসায় কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ মার্চ ২০২২, ১১:৩৭ অপরাহ্ন   |   সারাদেশ


মোঃ মোশারেফ হোসেন (রূপসা) : 
রূপসায় সৈয়দ আরশাদ আলী এন্ড ছবুরুননেছা (ডিগ্রী) গার্লস কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২০ মার্চ রোববার দুপুরে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর সহধর্মিনী ও এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালাম। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস.এম. আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আইচগাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, সাবেক অধ্যাক্ষ সরদার ফেরদাউস আহমেদ, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হোসনে আরা বেগম,  জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব শাহিন আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, 
এমপির প্রধান সমন্বয়কারী নোমান ওসমানী রিচি, সালাম মুর্শিদী সেবা সংঘের টিম লিডার শামছুল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজীব দাস টাল্টু, যুবলীগ নেতা এম শাহ নেওয়াজ কবির টিংকু, ইউপি সদস‍্য রাবেয়া বেগম, পারভিন আক্তার হীরা প্রমূখ।