রুপসায় শ্রীরামপুর গ্রামে মিনি ব্যায়ামাগার ও খামারে আগুন

 প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৬:২২ অপরাহ্ন   |   সারাদেশ


মোঃ মোশারেফ হোসেন (রূপসা) : 
রূপসার নৈহাটী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এক যুবকের গড়ে তোলা স্বপ্নের ছোট একটি ব্যায়ামাগার ও কবুতর-খরগোশের খামারে আগুন লেগে মুহুর্তের মধ্যে সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। ভুক্তভোগী যুবক শ্রীরামপুর গ্রামের অধিবাসী মোঃ নাজিম মোল্লার পুত্র মোঃ সাগর( ২২) মোল্লা জানান , গত ২০ মার্চ গভীর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় এ আগুন লাগে। পার্শ্ববর্তী বাড়ির ইসমাইল সেখ ও তার পুত্র কামরুল শেখ প্রথমে আগুন দেখতে পেয়ে  তারা আগুন আগুন বলে চিৎকার করতে থাকলে এলাকাবাসী ও ভুক্তভোগীরা ঘটনাস্থলে  পৌঁছালে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় । এ থেকে কাঠের বেড়া ও গোলের ছাইনীর ঘর ও ঘরের মধ্যে থাকা কিছু আসবাবপত্র, কয়েকটি খরগোশ ও কবুতর আগুনের দাপটের কাছে অসহায় হয়ে কয়লায় পরিণত হয়। ভুক্তভোগী সাগর মোল্লা আরও জানান, এই আগুনে সবকিছু মিলিয়ে তার প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।  এখানে এসে এলাকার অনেক যুবকরাই ব্যায়াম করে থাকতো। প্রায় দেড় মাস আগে সাগর মোল্লা বাইরের লোকদের এখানে এসে ব্যায়াম করা বন্ধ করে দেয়। অপরদিকে এলাকাবাসীর অভিযোগ এই এলাকাটি নীরব- নিস্তব্ধ গাছপালা সম্বলিত বাগান হওয়ায় এখানে অনেক তাস, জুয়া ও মাদক সেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। তাদের দ্বারা আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ এখনো কেউ বলতে পারেননি। ভুক্তভোগীরা এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলে জানা যায়।