খুলনায় এমিপ আব্দুস সালাম মূর্শেদীর অর্থায়নে রূপসায় মটর শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২২, ১২:৫৭ পূর্বাহ্ন   |   সারাদেশ




এম এ আজিম, (খুলনা): খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে রূপসায় মটর শ্রমিক ইউনিয়দের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) বিকেল ৪ টায় পূর্ব রূপসাস্থ খুলনা আন্তঃজেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদ আজাদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবি এম কামরুজ্জামান, আব্দুস সালাম মূর্শেদী এমপি'র প্রধান সমন্বয়কারী ও উপজেলা যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা মোঃ আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঈন উদ্দিন চৌধুরী, মোঃ নাজির শেখ, আব্দুস সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু, সরদার জসিম উদ্দিন, শাহনেওয়াজ কবির টিংকু, মোঃ তরিকুল ইসলাম, আজগর আলী, ফুটবলার আব্দুল হামিদ ভাষানী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মঈন উদ্দিন, শ্রমিক নেতা মোঃ আরিফুল ইসলাম, ইউপি সদস্য মোঃ মাসুম শেখ, যুবলীগ নেতা শেখ সাগর, ছাত্রলীগ নেতা মোঃ রাসেল শেখ, নোমান সৈকত, মোঃ রিয়াজ শেখ প্রমুখ। অপরদিকে, সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে নৈহাটী ইউনিয়ন ভূতিহীন সমবায় সমিতি লিমিটেড'র সদস্যেদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩১জানুয়ারি) বিকালে সমিতির কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবি এম কামরুজ্জামান, আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। সমিতির সভাপতি মোঃ আলী আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারিক শেখের পরিচালনায় বক্তৃতা করেন সালাম মূর্শেদী এমপি সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, আজগর আলী, মোঃ মঈন উদ্দিন শেখ, মোঃ রাসেল শেখ, মোঃ রিয়াজ শেখ, ইসহাক শেখ প্রমুখ।