সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে শামুকখোল প্রজাতির দুটি পাখি আহত অবস্থায় উদ্ধার

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২২, ০৪:২৮ অপরাহ্ন   |   সারাদেশ



শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) :  সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় চর কামারখন্দ থেকে শামুকখোল প্রজাতির দুটি  পাখি আহত অবস্থায় উদ্ধার করা হয়। 
 মঙ্গলবার বিকালে উপজেলার চর কামারখন্দ এলাকা থেকে পাখি দুটি উদ্ধার করেছেন স্থানীয় যুবক রাহুল শেখ । অসুস্থ অবস্থায় উদ্ধার করা শামুকখোল পাখি আজ সকালে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের কাছে হস্তান্তর করেন। 
দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, গতকাল বিকেলে ওই এলাকায়  একঝাঁক শামুকখোল পাখির মধ্য থেকে  দুইটি পাখি পড়ে যায়। স্থানীয় রাহুল শেখ উদ্ধার করে আমাকে খবর দেন।একটি পাখি সাথে সাথেই মারা যায়। অপর পাখিটি অসুস্থ অবস্থায় আজ আমার কাছে হস্তান্তর করেন।
মামুন বিশ্বাস আরো জানান,পাখিটিকে প্রথমিক  চিকিৎসা দেওয়া হচ্ছে ও অল্প অল্প  খাবার খাওয়ানো হচ্ছে। পাখিটি উড়ার মতো সুস্থ হলেই খুব দ্রুত অবমুক্ত করা হবে।