ইয়াস'র ৩০জন দরিদ্র মেধাবীকে শিক্ষা উপকরণ প্রদান

এস.এম.পারভেজ (ঝালকাঠি ) : ঝালকাঠিতে ৩০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়েছে। ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে "তরুণদের হাতে গড়বো দেশ, আমার সোনার বাংলাদেশ" স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে শনিবার সদর উপজেলার কালীতাঁরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একর্মসূচী পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইসচেয়ারম্যান ও ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ইয়াসের উপদেষ্টা ও প্রেসক্লাব সাধারন সম্পাদক এডভোকেট আক্কাস সিকদার, যুবলীগ নেতা মোঃ হাসান মাহমুদ, মোঃ ছবির হোসেন, কালীতাঁরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, ইয়াসের সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি সহ অন্যান্য সদস্যরা। শিক্ষা উপকরণ পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আগামীতে এরকম কাজ অব্যাহত রাখার আহ্বান জানান। অপরদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইয়াস ব্লাড ব্যাংক নলছিটি উপজেলার সদস্যরা মাস্ক বিতরণ ও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিষয়ে সচেতনতা কার্যক্রম করেন। এসময় উপস্থিত ছিলেন ইয়াস ব্লাড ব্যাংকের ঝালকাঠি জেলার সহ সভাপতি মারজান খান, সাবেক আহবায়ক রনি চন্দ্র। আরো উপস্থিত ছিলেন ইয়াস ব্লাড ব্যাংক নলছিটি উপজেলার আহবায়ক তাবিশ মাহমুদ নাহিদ ও সদস্যসচিব খান আলভি। এসময় তারা নলছিটি উপজেলা বাসস্ট্যান্ড থেকে কার্যক্রম শুরু করে নলছিটি বাজার, নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি পৌরসভা, নলছিটি ডিগ্রি কলেজ ও নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০ এর অধিক মানুষকে মাস্ক বিতরণ ও সচেতন বার্তা পৌঁছে দেন।