ঝালকাঠিতে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২২, ০৪:০৭ পূর্বাহ্ন   |   সারাদেশ


এস.এম.পারভেজ (ঝালকাঠি) : জাতীয়পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল শনিবার বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত। র‍্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । বিকাল সাড়ে তিনটায় প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে শেষ হয় । বিকাল চারটায় প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাতীয় পার্টির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোঃ বজলুর রহমান । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমান, যুগ্নআহবায়ক এড. আব্দুল আলীম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌর জাতীয় পার্টির সভাপতি একেএম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আবু শহীদ ও যুবসংহতির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস ।