চলে গেলেন গোরীপুরের প্রবীণ আ.লীগ নেতা বিধু ভূষণ দাস

শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীণ আওয়ামী লীগ নেতা বিধু ভূষণ দাস (৬৮) আর নেই। রোববার বিকালে পৌর শহরের পশ্চিম ভালুকা এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার রাত দশটায় পৌর শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বিধু ভূষণ অনেকদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। উনার মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে সেটা অপূরণীয়। প্রবীণ এই নেতার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ মৃত্যুতে গভীর শোক ও শোকাগহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।