শেরপুরে আন্তর্জাতিক আভিবাসী দিবস পালিত

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৩:৫৮ পূর্বাহ্ন   |   সারাদেশ



শাহরিয়ার মিল্টন (শেরপুর)  : "শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী  দিবস উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়, পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ রজনীগন্ধায় এক আলোচনা  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ ।
 জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন   শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, পৌরসভার প্যানেল মেয়র  নজরুল ইসলাম, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল প্রমুখ। আলোচনা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রবাসীর সন্তানকে ৪৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।