রুপসা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালন

মোঃ মোশারেফ হোসেন (রুপসা ) :
রূপসায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত। গত ১৪ ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, দপ্তর সম্পাদক আকতার ফারুক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ,ম, জাহাঙ্গীর, টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, জেলা যুবলীগ নেতা আজিজুল হক কাজল, সাবেক চেয়ারম্যান সাধন অধিকারী, আওয়ামীলীগ নেতা তাওহীদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ বেনজীর হোসেন, জেলা যুবলীগ নেতা ব্রজেন দাস, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক ফ,ম,আইয়ুব আলী, উপজেলা যুবলীগ নেতা মৃনাল কান্তি সরকার, সুব্রত বাগচী, রতন মন্ডল, কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মুরাদ মোল্লা, মোঃ হাবিব ফকির, সাকিব রায়হান প্রমুখ।