খুলনায় সোমার ভালোবাসার সমাধি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

মোঃ মোশারেফ হোসেন (রুপসা, খুলনা) :
"সোমার ভালোবাসার সমাধি" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করলেন এমপি সালাম মূর্শেদী রূপসার জাবুসা গ্রামের সন্তান প্রজন্মের কবি সাইফুল আহসান রবি রচিত কাব্যগ্রন্থ "সোমার ভালবাসার সমাধি" বইয়ের মোড়ক উন্মোচন করলেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। ১৩ ডিসেম্বর এমপির খুলনাস্থ দলীয় কার্যালয়ে রাতে বইটির মোড়ক উন্মোচন করেন। "সোমার ভালবাসার সমাধি" বইটি কবি সাইফুল আহসান রবির প্রথম রচিত বই। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, সদস্য অধ্যক্ষ ফ.ম. আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ,ম, জাহাঙ্গীর,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়ক ও রূপসা উপজেলা যুবলীগের অন্যতম সদস্য নোমান ওসমানী রিচি, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, আজমল ফকির,মোঃ বাবর আলী, মোঃ মহিউদ্দিন মানিক, মোঃ ইদ্রিস আলী খান, মোঃ আতিকুর রহমান শক্তি, আজমল হোসেন, খালিদ হোসেন, মিলন মাস্টার, মোঃ ফরিদ, বাঁধন শেখ, সজল শেখ, কবিকন্যা জিনাত আরা নাজনীন, রেহান আরা বৃষ্টি, পুত্র সাইমুম আহসান প্রমুখ।