ফরিদপুরে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হচ্ছে

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৯:৩২ অপরাহ্ন   |   সারাদেশ



নাজিম বকাউল (ফরিদপুর) :  

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ফরিদপুরের কোর্ট চত্বরের স্বাধীনতা মঞ্চে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ই ডিসেম্বর)  সকাল নয়টায় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়।

 পরে স্বাধীনতা মঞ্চে ফরিদপুর-৩ আসনের সাংসদের পক্ষে ও জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পুলিশ সুপার মো: আলিমুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠন, প্রেসক্লাব এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংঠগনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। এছাড়া সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধি জীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সন্ধ্যায় ফরিদপুরের কোর্ট চত্বরে স্বাধীনতা মঞ্চে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হবে।