গৌরীপুর ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

শামীম খান (গৌরীপুর,ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পাবলিক হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চলনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, জেলা রির্টানিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার দেওয়ান মোঃ সারওয়ার জাহান, জেলা আনসার ভিডিপি জেলা সহকারি কমান্ডেন্ট সোহাগ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ১৪ এর কমান্ডার মেজর আখের মাহমুদ জয়, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দীকী প্রমুখ।