রাজশাহীতে হেতেমখাঁ স্পোর্টিং ক্লাবের আয়োজনে গ্রীন টিমের মত বিনিময় সভা

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৯:০৬ অপরাহ্ন   |   সারাদেশ


হাবিল উদ্দিন ( রাজশাহী ) :  রাজশাহীতে হেতেমখাঁ স্পোর্টিং ক্লাবের আয়োজনে গ্রীন টিমের খেলোয়াড়দের  মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  রাত ৮টায় নগরীর একটি রেস্তোরায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গ্রীন টিমের ওনারদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আব্দুস সালাম,আজমল হোসনে রেন্টু,পুটনসহ আরও গন্যমান্য ব্যক্তিবৃন্দরা।

গ্রীন টিমের ক্যাপ্টেন জাহাঙ্গীর বলেন, আমাদের টিমের সকল খেলোয়াড় ভাল খেলে। আমাদের সর্বোচ্চ দিয়ে খেলব এবং বিজয় নিশ্চিত করব।

মত বিনিময় ও পরিচিতি সামসুল আলম রতন, আবুসাই সাল্টু,রবিউল ইসলাম রবি,সনি,রাতুল, ইয়াসিন রহমান,রাজু,মামুন, ময়নুল, সারোয়ার হোসেন, ফাইসাল, রিডার, হাফিজুল রহমান রনি, মোঃ শ্যামল ইসলাম, রাসেল,সেলিম,বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।