কালীগঞ্জে ভূমিহীন মানুষের সংখ্যা বেড়েই চলেছে

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:৩৯ পূর্বাহ্ন   |   সারাদেশ



নিয়ামত উল্লাহ (কালীগঞ্জ , ঝিনাইদহ )  : 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভূমি হীন মানুষের সংখ্যা আশংকা জনক হারে বেড়েই চলেছে। কৃষি পন্যের ভারসাম্যহীন বাজার দর ও কর্ম সংস্থানের অবাব এর অন্যতম কারন। বন্যা , খরা , অতিবর্ষন ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় দরিদ্র গ্রামবাসীদের অবস্থা আরো বিপর্যয় ডেকে এনেছে ।
        একটি বেসরকারী সংস্থার জরিপে জানা গেছে , কালীগঞ্জ উপজেলায় বর্তমানে   ভূমিহীন কৃষকের সংখ্যা শতকরা ৫৫ বাগের ও বেশি। ভূমিহীন কৃষকেরা জোতদারদের বাড়িতে কাজ ও তাদের জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করে। এরা এলাকার মহাজনদের নিকট থেকে চড়া সূদে ঋন নিতে বাধ্য হয়। ভূমিহীন কৃষকদের সামাজিক ও রাজনৈতিক প্রভাব না থাকায় কৃষি ঋনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।মহাজন ও দাদন ব্যবসায়ীদের নিকট থেকে নেওয়া ঋনের টাকা মোটা অংকে পরিনত হয়। ঋন পরিশোধ করতে ব্যর্থ বন্দকী জমি নাম মাত্র মূল্যে মহাজন ও দাদন ব্যবসায়ীদের নামে রেজিষ্ট্রি করে দিতে বাধ্য হচ্ছে। ফলে প্রান্তিক চাষিরা ভূমিহীনে পরিনত হচ্ছে।
       এছাড়া চোরাচালানীরা বিভিন্ন সীমান্ত পথে ভারতীয় নি¤œমানের পন্য এনে কম দামে ক্রেতাদের নিকট বিক্রি করছে। খুচরা ও পাইকারী দোকানে নিত্যদিনের ব্যবহার্য দেশীয় পন্য দ্রব্যের বেচা কেনা অনেক কমে গেছে। ফলে ব্যবসার উপর নির্ভরশীল অনেক ব্যবসায়ী বেকার হয়ে পড়েছে। ব্যবসায় মন্দাভাব দেখা দেওয়ায় কম পুঁজির ব্যবসায়ীরা শেষ সম্পদ ভিটে বাড়ী বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে।