সিরাজগঞ্জ পৌরসভা থেকে ইজিবাইকের লাইসেন্স বিতরন শুরু

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০২:২৫ অপরাহ্ন   |   সারাদেশ


 শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্গত সকল অবৈধ ইজি বাইকের লাইসেন্স বিতরণ শুরু করা হয়েছে। দুটি ইজিবাইকের মালিকে লাইসেন্স প্রদান করা হয়। রোববার (১২ ডিসেম্বর) সকালে পৌরসভা প্রাঙ্গণে উক্ত লাইসেন্স বিতরন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার সু-যোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।তিনি বলেন, সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে চলাচলকারী সকল ইজিবাইকের লাইসেন্স করতে হবে। এখন হতে বাধ্যতামূলক করা হলো। এ নিয়ম সকল ইজিবাইক মালিকদের মানতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার সচিব লুৎফর রহমান, প্যানেল মেয়র-১ নুরুল ইসলাম সহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, পৌরসভায় অন্যান্য কর্মকর্তা – কর্মচারীগণ ও ইজিবাইকের বেশ কয়েকজন মালিক উপস্থিত ছিলেন।