সালথায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত

জাকির হোসেন (ফরিদপুর) :
ফরিদপুরের সালথা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দূর্ণীতি বরোধী কমিটির সহযোগিতায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তলন, এরপর বেলুন উড়িয়ে দূর্ণীতি বিরোধী র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিরমা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মণ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা ফ্যাসিলিটিটের রিফাদ রিয়াজ, উপজেলা দূর্ণীতি বিরোধী কমিটির সভাপতি মোঃ আঃ কুদ্দুস খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাশরুর খান সবুজ, সালথা থানা পুলিশের এসআই মো শরিয়াতুল্লাহ প্রমূখ।
আপনার অধিকার, আপনার দায়িত্ব, দূর্ণীতিকে না বলুন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বক্তারা দূর্ণীতি নিয়ে আলোচনা করেন এবং দেশ কে ভালবেশে সকল ধরণের দূর্ণীতি থেকে বিরত থাকার কথা বলেন।